মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
Singer | Cover by: Humayun Kabir |
Singer | অজ্ঞাত |
Song Writer | অজ্ঞাত |
মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া।
ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া
চুমু খাইবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া
ছেড়ে যাইবে দুনিয়া মায়ার বাধন কাটিয়া
আজ্বরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া।
আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া
পিপাসাতে যাবে ছাতি ফাটিয়া ফাটিয়া।
ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া
জন্মের তরে বাবায় যায়রে ছাড়িয়া ছাড়িয়া।
মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া।
আলেমগনকে ডাকিয়া গরম পানি করিয়া
সাবান মেখে দেবে গোসল করাইয়া করাইয়া।
জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াই
কবরের দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া।
কবরেতে রাখিয়া মাথার মুষ্ঠি খুলিয়া
লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া।
মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া।
বাশের চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া
মাটি দিবে দুই হাত দিয়া পাড়াইয় পাড়াইয়া।
বাশবাগানে রাখিয়া সবাই যাইবে চলিয়া
যার যার ঘরে সবাই থাকবে ঘুমাইয়া ঘুমাইয়া।
মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া।
এই হলো ভাই দুনিয়া কেহ কারো আপন না
আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না।
আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া
রোজা নামাজ নাওরে সাথী বানাইয়া বানাইয়া।
মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া।
আল্লাহর জিকির করিয়া জবান রাখো ভিজাইয়া
মৃত্যুর কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া
নবীর সুন্নাত মানিয়া দরুদ বেশি পড়িয়া
নবীজিকে যাওরে খুশি করিয়া করিয়া।
রোজা নামাজ ছাড়িয়া কবরে পা দিও না
জাহান্নামের ইন্দন হইয়া যাইও না যাইও না
মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া।
সময় কিন্তু বেশি নাই
নিশ্বাসের আর বিশ্বাস নাই
সময় থাকতে গুনা নাও মাফ করিয়া করিয়া
মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া
[similar]