মাগো ভাবনা কেন লিরিক্স । Mago Bhabna Keno Lyrics

মাগো ভাবনা কেন

মাগো ভাবনা কেন

Singer হেমন্ত মুখোপাধ্যায়
Tune হেমন্ত মুখোপাধ্যায়
Song Writer গৌরীপ্রসন্ন মজুমদার

মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি ॥

আমরা হারবো না হারবো না
তোমার মাটির একটি কণাও ছাড়বো না
আমরা পাঁজর দিয়ে
দুর্গ ঘাঁটি গড়তে জানি ॥

আমরা অপমান সইব না
ভীরুর মতো ঘরের কোণে রইব না
আমরা আকাশ থেকে
বজ্র হয়ে ঝরতে জানি ॥

আমরা পরাজয় মানবো না
দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না
আমরা চিরদিনই
হাসিমুখে মরতে জানি ॥

Visit

Leave a Comment