মাগো ভাবনা কেন
Singer | হেমন্ত মুখোপাধ্যায় |
Tune | হেমন্ত মুখোপাধ্যায় |
Song Writer | গৌরীপ্রসন্ন মজুমদার |
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি ॥
আমরা হারবো না হারবো না
তোমার মাটির একটি কণাও ছাড়বো না
আমরা পাঁজর দিয়ে
দুর্গ ঘাঁটি গড়তে জানি ॥
আমরা অপমান সইব না
ভীরুর মতো ঘরের কোণে রইব না
আমরা আকাশ থেকে
বজ্র হয়ে ঝরতে জানি ॥
আমরা পরাজয় মানবো না
দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না
আমরা চিরদিনই
হাসিমুখে মরতে জানি ॥