মাকে ভালোবাসি আমি লিরিক্স – Ma ke Valobashi ami Lyrics

 

মাকে ভালোবাসি আমি

মাকে ভালোবাসি আমি

Singer আমিরুল মোমেনীন মানিক
Tune আমিরুল মোমেনীন মানিক
Song Writer আমিরুল মোমেনীন মানিক

মাকে ভালোবাসি আমি
সে যে আমার প্রাণ
মাকে ভালো রেখো তুমি
আল্লাহ মেহেরবান
মা তোমার জন্য নিত্যদিনই
চোখে আসে বান ॥

রাত দুপুরে যখন ফিরি
আমার শূন্য ঘরে
তুমি বিনে খাঁ খাঁ হৃদয়
কেমন কেমন করে
আমার জন্য আজও কি মা
কাঁদে তোমার প্রাণ ॥

দুঃখ শোকে কাজের ফাঁকে
তোমায় মনে পড়ে
শ্রাবণ মাসের মেঘের মতো
কান্না শুধু ঝরে
মনের মাঝে ভীষণ খরা
সুখ পাখিটার গান ॥

[Similar]

Leave a Comment