মাকে ভালোবাসি আমি
Singer | আমিরুল মোমেনীন মানিক |
Tune | আমিরুল মোমেনীন মানিক |
Song Writer | আমিরুল মোমেনীন মানিক |
মাকে ভালোবাসি আমি
সে যে আমার প্রাণ
মাকে ভালো রেখো তুমি
আল্লাহ মেহেরবান
মা তোমার জন্য নিত্যদিনই
চোখে আসে বান ॥
রাত দুপুরে যখন ফিরি
আমার শূন্য ঘরে
তুমি বিনে খাঁ খাঁ হৃদয়
কেমন কেমন করে
আমার জন্য আজও কি মা
কাঁদে তোমার প্রাণ ॥
দুঃখ শোকে কাজের ফাঁকে
তোমায় মনে পড়ে
শ্রাবণ মাসের মেঘের মতো
কান্না শুধু ঝরে
মনের মাঝে ভীষণ খরা
সুখ পাখিটার গান ॥
[Similar]