মাওলা তোমার প্রিয় নামে লিরিক্স । Maola Tomar Prio Name Lyrics

মাওলা তোমার প্রিয় নামে

মাওলা তোমার প্রিয় নামে
মাওলা তোমার প্রিয় নামে
Singer মারুফ আল্লাম
Tune মশিউর রহমান
Song Writer আবু তাহের বেলাল

মাওলা তোমার প্রিয়-নামে
ডাকবো লাখো বার
মহিমা যাহার অসীম অপার
আল্লাহু আকবার ॥

আকাশ বাতাস গ্রহ তারা
সব তোমারি সৃজন
দিলে কতই আপন স্বজন
স্নেহভাজন মন
প্রেম প্রীতি আর ভালোবাসায়
ভরা এই সংসার ॥

কাউকে দিলে ধনভান্ডার
কারো রাজ প্রাসাদ
হরেক রকম বিলাস দিলে
সাধ আর আহ্লাদ
আমি তোমার দয়ার কাঙাল
তরি করো পার ॥

Video Source

Leave a Comment