মাওলা তোমার প্রিয় নামে

Singer | মারুফ আল্লাম |
Tune | মশিউর রহমান |
Song Writer | আবু তাহের বেলাল |
মাওলা তোমার প্রিয়-নামে
ডাকবো লাখো বার
মহিমা যাহার অসীম অপার
আল্লাহু আকবার ॥
আকাশ বাতাস গ্রহ তারা
সব তোমারি সৃজন
দিলে কতই আপন স্বজন
স্নেহভাজন মন
প্রেম প্রীতি আর ভালোবাসায়
ভরা এই সংসার ॥
কাউকে দিলে ধনভান্ডার
কারো রাজ প্রাসাদ
হরেক রকম বিলাস দিলে
সাধ আর আহ্লাদ
আমি তোমার দয়ার কাঙাল
তরি করো পার ॥