মরণ তোমার আসবে যেদিন লিরিক্স । Moron Tomar Asbe Jedin Lyrics

মরণ তোমার আসবে যেদিন

মরণ তোমার আসবে যেদিন

Singer আরিফ
Tune মেহরাজ মিঠু
Song Writer কে এম মুনীর হোসাইন

মরণ তোমার আসবে যেদিন
জীবন খেলা সাঙ্গ করে
বাঁচার খায়েশ বৃথা সেই দিন
শয্যা নিবে মাটির ঘরে

জীবন তোমার প্রভুর প্রেমে
পূর্ণ করে নাও
ভবের মায়া ছাড়তে হবে
প্রিয়দের মায়া
যারাই ছিল সঙ্গে সদা
ভুলবে তোমায় খনিক পরে ॥

পুড়বে যেদিন পরান পাখি
কাঁদবে রে সবে
চাইলে কেহ হাজার বারও
ফিরবে না তা ভবে
মরণ ভেলা ভেসে ভেসে
যেতে হবে আঁধার ঘরে ॥

[Similar]

Leave a Comment