মরণ তোমার আসবে যেদিন
Singer | আরিফ |
Tune | মেহরাজ মিঠু |
Song Writer | কে এম মুনীর হোসাইন |
মরণ তোমার আসবে যেদিন
জীবন খেলা সাঙ্গ করে
বাঁচার খায়েশ বৃথা সেই দিন
শয্যা নিবে মাটির ঘরে ॥
জীবন তোমার প্রভুর প্রেমে
পূর্ণ করে নাও
ভবের মায়া ছাড়তে হবে
প্রিয়দের মায়া
যারাই ছিল সঙ্গে সদা
ভুলবে তোমায় খনিক পরে ॥
পুড়বে যেদিন পরান পাখি
কাঁদবে রে সবে
চাইলে কেহ হাজার বারও
ফিরবে না তা ভবে
মরণ ভেলা ভেসে ভেসে
যেতে হবে আঁধার ঘরে ॥
[Similar]