মন আমার দেহ ঘড়ি
Singer | আবদুর রহমান বয়াতি |
Tune | আবদুর রহমান বয়াতি |
Song Writer | আবদুর রহমান বয়াতি |
মন আমার দেহ ঘড়ি গানটি বাংলা লোক সঙ্গীত বা ফোক গানের জগতে একটি জনপ্রিয় ও অর্থবহ গান। বাউল শিল্পী আবদুর রহমান বয়াতির কথা ও সুরে এই গানটি কোটি শ্রোতার হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। গানটির মাধ্যমে মূলত মানব দেহের গঠন সম্পর্কে বাহ্যিক ও অভ্যন্তরিণ বর্ণনা তুলে ধরা হয়েছে। এই গানে আবদুর রহমান বয়াতি মানব দেহকে তুলনা করেছেন একটি ঘরির সাথে। বলতে গেলে এই গানটির গানটির মধ্য দিয়ে তাঁর মৌলিক দর্শন ফুটে উঠেছে। গানটির লিরিক এমন..
ঘড়ি দেখতে যদি হয় বাসনা
চইলা যাও গুরুর কাছে
যেই ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
লুকায় ঘড়ির ভিতরে
মেকার যদি হইতাম আমি
ঘড়ির জুয়েল পাল্টাইতাম
জ্ঞান নয়ন খুলিয়া যাইতো
দেখতে পাইতাম চোখের সামনে।
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তুরী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি।
একটা চাবি মাইরা
ও একটা চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে।
মন আমার দেহ ঘড়ি…
মাটির একটা চিজ বানাইয়া
মেশিন দিছে তার ভিতর
রঙ-বেরঙের বার্নিস করা
দেখতে ঘড়ি কি সুন্দর
দেখতে ঘড়ি কি সুন্দর।
দেহ ঘড়ি চৌদ্দ তলা
তার ভিতরে দশটি নালা
নয়টি খোলা, একটি বন্ধ
গোপন একটি তালা আছে।
মন আমার দেহ ঘড়ি
ঘড়ির হেয়ারস্প্রিং ফেপড়া ক্যাসিন
লিভার হইলো কলিজায়
ছলে-বলে আজব কলে
দিবানিশি প্রেম খেলায়
দিবানিশি প্রেম খেলায়
তিন পাটে তার গড়ন সারা
Boiler-এর machine-এর গড়া
তিনশ ষাটটি ইস্ক্রুপ মারা
ষোল জন প্রহরী আছে।
মন আমার দেহ ঘড়ি
এমন সাধ্য কার আছে ভাই
এই ঘড়ি তৈয়ার করে
যেই ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
লুকায় ঘড়ির ভিতরে।
তিন কাঁটা বারো জুয়েল-এ
মিনিট কাঁটা হইলো দিলে।
ঘন্টার কাঁটা হয় আক্কেলে
মনটারে তুই চিনে নিলে
মন আমার দেহ ঘড়ি..
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তুরী বানাইয়াছে
ও একটা চাবি মাইরা
ও একটা চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি…
[similar]