মনের আড়ালে যদি মন কথা কয় লিরিক্স – Moner arale jodi mon lyrics

 

মনের আড়ালে যদি মন কথা কয়

মনের আড়ালে যদি মন কথা কয়
মনের আড়ালে
Singer মাহবুব রিয়াজ
Tune মাহবুব রিয়াজ
Song Writer কাউছার হামিদ ছুন্নাহ

মনের আড়ালে যদি মন কথা কয়
সুরের আড়ালে যদি সুর বোনা হয়
হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে
সিজদায় তাকে ডাকিও, তাসবিহর দানা যপিও।

হরফে হরফে তার শান লেখা রয়,
রাগিনির তালে দোলে প্রাণ মহোময়।
রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে
মধুর শরাব জাছিও, জোছনার সাথে নাচিও

সিজদায় তাকে ডাকিও, তাসবিহর দানা যপিও।

আ….. ও….

কিয়াম-কিরাতে মজে সুখের প্রলয়
মুরুর পিয়াস মেটে খরা গলে খয়।
প্রেমের হেরেমে যদি পুড়ে অন্তর
সালামের গান বাজিও, তার সাজে মন সাজিও।

সিজদায় তাকে ডাকিও, তাসবিহর দানা যপিও।

মনের আড়ালে যদি মন কথা কয়
সুরের আড়ালে যদি সুর বোনা হয়
হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে
সিজদায় তাকে ডাকিও, তাসবিহর দানা যপিও।

                                                                             Video Source

Leave a Comment