মধুর আমার মায়ের হাসি
Singer | Anup Ghoshal |
Tune | সুধীরলাল চক্রবর্তী |
Song Writer | প্রণব রায় |
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ॥
তার মায়ায় ভরা সজল দিঠি
সে কি কভু হারায়?
সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায়
সেই যে আমার মা
বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা ॥
প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুখের ঘরে
সেই যে আমার মা
বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা ॥
[Similar]