মধুর আমার মায়ের হাসি লিরিক্স-Madhur Amar Mayer Hasi Lyrics

 

মধুর আমার মায়ের হাসি

মায়ের হাসি

Singer Anup Ghoshal
Tune সুধীরলাল চক্রবর্তী
Song Writer প্রণব রায়

মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে

তার মায়ায় ভরা সজল দিঠি
সে কি কভু হারায়?
সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায়
সেই যে আমার মা
বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা ॥

প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুখের ঘরে
সেই যে আমার মা
বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা ॥

[Similar]

Leave a Comment