মওলা তুমি কবুল করো
Singer | Unknown |
Tune | লিটন হাফিজ চৌধুরী |
Song Writer | গালিব সর্দার |
মওলা তুমি কবুল করো
আমাদের মোনাজাত
আমরা গোনাহগার তোমার তরে
তুলেছি দুই হাত ॥
সত্য যেন বলতে পারি সারাটি জীবন
তোমার ভয়ে ভীত থাকি যেন সারাক্ষণ
সদাই যেন তোমার ধ্যানে
কাটাই দিবস রাত ॥
হিংসা গিবত ভুলে যেন সঠিক পথে চলি
সবার মাঝে আমরা যেন জ্ঞানের কথা বলি
আমরা যেন পরকালে
পাই তোমার নাজাত ॥