বড়ই পাতা গরম জলে
Singer | Saif Zohan |
Singer | Nasir Ahmed Apu |
Song Writer | Nasir Ahmed Apu |
বড়ই পাতা গরম জলে
শুয়াইয়া মশারির তলে
বড়ই পাতা গরম জলে..
শুয়াইয়া মশারির তলে
আতর-গোলাপ-চন্দন মেখে দে
সজনী তোরা
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
মাটির একখান ঘর বানাইয়া,
সাড়ে তিন হাত জায়গা কইরা।
কোলা পাতার ছাওনি দিয়া দে
সজনী তোরা
কোলা পাতার ছাওনি দিয়া দে
সজনী তোরা
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
এত রঙিন এত কাপর
কিছুই ভালো লাগে না মোর।
সাদা কাপর আমায় এনে দে,
সজনী তোরা
সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
(যত দেখি জামা কাপড়,
কিছু ভালো লাগে না মোর।
সাদা পোষণ আমায় এনে দে,
সজনী তোরা
সাধা পোষণ আমায় এনে দে,
সজনী তোরা
সাজিয়ে গুজাইয়া,দে মোরে।)
এত জমি এত বাড়ি
আমি কি সহিতে পারি
বাঁশের দোলায় আমায় তুলে দে
সজনী তোরা
সাজিয়ে গুজিয়ে,দে মোরে
যত দেখি আত্মীয় স্বজন,
সবাই মিলে করবে কান্ধন।
চার কালেমা আমায় শুনায় দে,
সজনী তোরা..
চার কালেমা আমায় শুনায় দে,
সজনী তোরা..
সাজিয়ে গুজাইয়া,দে মোরে।।