বৃষ্টি ঝরাও মনের কোণে লিরিক্স । Bristi Jhorao Moner Kone Lyrics

বৃষ্টি ঝরাও মনের কোণে

বৃষ্টি ঝরাও মনের কোণে

Singer আমিরুল মোমেনীন মানিক
Tune আমিরুল মোমেনীন মানিক
Song Writer আমিরুল মোমেনীন মানিক

বৃষ্টি ঝরাও মনের কোণে
অশান্ত মন শান্ত যদি হয়
প্রভু তোমার ভালোবাসা
পেলে জীবন হবে মধুময় ॥

মাঝে মাঝে ভুলের পথে
বাড়াই যখন পা
তোমার কাছে ঠাঁই পেলে মন
ভ্রান্ত হবে না
তুমি বিরাগভাজন হলে
সবি হবে লয় ॥

হতাশ হলে কেউ তো আমায়
দেয় না প্রেরণা
মেঘের শীতল ছায়ার মতো
দিও করুণা
তুমি যদি দূরে রাখ
আসবে পরাজয় ॥

Visit

Leave a Comment