বিয়ে শাদি হয় নারে ভাই লিরিক্স

 

বিয়ে শাদি হয় নারে ভাই

বিয়ে শাদি হয় নারে ভাই

Singer অজ্ঞাত
Tune মশিউর রহমান
Song Writer আবু তাহের বেলাল

বিয়ে শাদি হয় না রে ভাই
খোদার হুকুম ছাড়া
পাড়াপড়শী বন্ধু স্বজন
দিক না যতই তাড়া ॥

যার নসিবে যে আছে রে
আরশ থেকে লেখা
শত যোজন দূরে হলেও
পাবে তারই দেখা
চারিদিকে পড়ে তখন
আয়োজনের সাড়া ॥

ঘর বাঁধো গো জামাই-বধূ
নিবিড় পরিচয়ে
সবাই খুশি আজ তোমাদের
শুভ পরিণয়ে
সুরে গানে তোমরা আজই
হও গো মাতোয়ারা ॥

[আরও বিয়ের গান]

[Similar]

Leave a Comment