বিয়া শাদী খোদার হাতে লিরিক্স – Beye shadi khodar hate Lyrics

 

বিয়া শাদী খোদার হাতে

বিয়া শাদী খোদার হাতে

Singer মুজাহিদ
Tune অজ্ঞাত
Song Writer অজ্ঞাত

বিয়া শাদী খোদার হাতে
খোদার কলম লড়ে না
খোদায় যারে কলম মারে
হেই কলম আর ফিরে না।

যার বউডা ধলা….
ধলারে ধলা, ধলারে ধলা
ধলারে ধলা, ধলা
যার বউডা ধলা-হেতের কপাল ভালা রে
আন্ধার রাইতে ঘরের ভিত্বর বাত্তি জালান লাগেনা।

যার বউডা কালা….
কালারে কালা, কালারে কালা
কালারে কালা, কালা।
যার বউডা কালা- হেতের কপাল ভালা রে,
রাস্তা ঘাটে চলতে ফিরতে কারো নজর পরে না।

যার বউডা লম্বা….
লম্বারে লম্বা, লম্বারে লম্বা
লম্বারে লম্বা, লম্বা!
যার বউডা লম্বা-লাগে না ভাই খাম্বারে
গাছে উইঠা নাইকেল পারতে মই-টুগানি লাগে না।

যার বউডা বাডি…..
বাডিরে বাডি, বাডিরে বাডি
বাডিরে বাডি, বাডি!
যার বউডা বাডি-হেতের কপাল খাডি রে
খাড়াই খাড়াই ঘর ঝাড়ু দেয়, উপুর হওয়া লাগে না।

যার বউডা মোডা….
মোডারে মোডা, মোডারে মোডা
মোডারে মোডা, মোডা।
যার বউডা মোডা-লাগে না ভাই খুডা রে
বৈশাখ মাইসা ঝড়-তুফানে হেইল্লা দুইল্লা পরে না।

যার বউডা চিকনা….
চিকনারে চিকনা, চিকনারে চিকনা
চিকনারে চিকনা, চিকনা।
যার বউডা চিকনা-হেতির জামাই পাকনা রে
চিকনা আর পাকনা মিলা সংসার গড়তে বাঁধে না…

যার কপালডা বউ ছাড়া-শুনেন আমার কথা রে
সবাই মিলা বউ টুগামো চিন্তা কভু কইর না।

বিয়া শাদী খোদার হাতে
খোদার কলম লড়ে না
খোদায় যারে কলম মারে
হেই কলম আর ফিরে না।

[আরও বিয়ের গান]

[similar]

Leave a Comment