বিপদে মুসিবতে লিরিক্স । Bipode Musibote Lyrics

বিপদে মুসিবতে

বিপদে মুসিবতে

Singer নওশাদ মাহফুজ
Tune আবুল আলা মাসুম
Song Writer আবুল আলা মাসুম

বিপদে মুসিবতে সহায়তা কোরো তুমি
দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি
হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে
আল্লাহ…
তুমি তখন এসে গভীর ভালোবেসে
কমিয়ে দিও ব্যথার পাল্লা ॥

একটি জীবনে মা-বাবা-ভাইবোন
থাকে আরো কত প্রিয় আপনজন
কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি
আল্লাহ…
রহম ধারায় ঢেলে তোমার নাম জপি
জাল্লা শানুহু জাল্লা ॥

নিঃস্ব অসহায় মানুষ যারা
তোমার রহম ধারায় পাগল তারা

জীবনের একদিকে আনন্দ খুশির গান
অন্য দিকে দুঃখ কান্না ব্যথার তান
আনন্দঘন ক্ষণে ভুলে তোমাকে
আল্লাহ…
ব্যথার প্রদীপ জে¦লে স্মরণ করি তোমায়
জাল্লা শানুহু জাল্লা ॥

Visit

Leave a Comment