বিদায় সন্ধা তারা লিরিক্স – Beday shondha Tara Lyrics

 

বিদায় সন্ধা তারা

বিদায় সন্ধা তারা

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer কবি গোলাম মোহাম্মদ

 

বিদায় সন্ধা তারা
বিদায় কামিনী হেনা
আর হবে না এই পৃথিবী
আলোয় বেচাকেনা।

আজকে আমার পথ হলো যে ভীন
পড়বে না আর এই পথে পদচিহ্ন
নয়ন তারার নয়ন পানে
আর চাওয়া যে হবে না।

এই বাগান বিলাশ পড়বে না আর চোখে
সবুজ পাতার নিবিড় স্নেহলোকে।
সূর্যমুখী স্নিগ্ধ নয়ন
আর মুগ্ধ যে করবে না।

ভোরের আজান ডাকবে না আর সুরে
আঁধার ভেঙ্গে জাগতে সুরে সুরে।
প্রিয়জনের প্রিয় দেখা আর
এই চোখে আর মিলবে না।

[Similar]

Leave a Comment