বিদায় সন্ধা তারা
Singer | মশিউর রহমান |
Tune | মশিউর রহমান |
Song Writer | কবি গোলাম মোহাম্মদ |
বিদায় সন্ধা তারা
বিদায় কামিনী হেনা
আর হবে না এই পৃথিবীর
আলোয় বেচাকেনা।
আজকে আমার পথ হলো যে ভীন
পড়বে না আর এই পথে পদচিহ্ন
নয়ন তারার নয়ন পানে
আর চাওয়া যে হবে না।
এই বাগান বিলাশ পড়বে না আর চোখে
সবুজ পাতার নিবিড় স্নেহলোকে।
সূর্যমুখী স্নিগ্ধ নয়ন
আর মুগ্ধ যে করবে না।
ভোরের আজান ডাকবে না আর সুরে
আঁধার ভেঙ্গে জাগতে সুরে সুরে।
প্রিয়জনের প্রিয় দেখা আর
এই চোখে আর মিলবে না।
[Similar]