বিকেলের সৈকতে
Singer | মারুফ আল্লাম |
Tune | মশিউর রহমান |
Song Writer | আবু হুরায়রা মাহমুদ |
বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি
আর দেখি সাগরের ঢেউ
একটি একটি করে সবগুলো ক্ষয়ে যায়
স্মৃতি হয়ে থাকে না তো কেউ ॥
শৈশব পার হয়ে কৈশোর এসেছিল
রূপ-রস মাখা এই ভবে
যৌবন ধীরে ধীরে চলে গেল দূরে হায়
জানি না কী জানি কোনো ভাবে?
সামনে রয়েছে শুধু অস্তের বেলাভূমি
হয়তো চলে যাবে সেও
স্মৃতি হয়ে থাকবে না কেউ ॥
করিনি তো কোনো কাজ সারাটি জীবন ধরে
মরীচিকা মায়াজালে পড়ে
সন্ধ্যার রাঙা রোদ রাঙায় না এ দুচোখ
শূন্যতা ব্যথা হয়ে নড়ে
এমনি করেই গেল জীবনের সব পালা
এসে গেল মরণের ঢেউ
স্মৃতি ছাড়া থাকবে না কেউ ॥
[source]