বিকেলের সৈকতে লিরিক্স । Bikeler Soikote Ekaki Akash Dekhi Lyrics

বিকেলের সৈকতে

moromi gan,moromi song,মরমি গান,মরমী গজল,মৃত্যুর গান

Singer মারুফ আল্লাম
Tune মশিউর রহমান
Song Writer আবু হুরায়রা মাহমুদ

বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি
আর দেখি সাগরের ঢেউ
একটি একটি করে সবগুলো ক্ষয়ে যায়
স্মৃতি হয়ে থাকে না তো কেউ ॥

শৈশব পার হয়ে কৈশোর এসেছিল
রূপ-রস মাখা এই ভবে
যৌবন ধীরে ধীরে চলে গেল দূরে হায়
জানি না কী জানি কোনো ভাবে?
সামনে রয়েছে শুধু অস্তের বেলাভূমি
হয়তো চলে যাবে সেও
স্মৃতি হয়ে থাকবে না কেউ ॥

করিনি তো কোনো কাজ সারাটি জীবন ধরে
মরীচিকা মায়াজালে পড়ে
সন্ধ্যার রাঙা রোদ রাঙায় না এ দুচোখ
শূন্যতা ব্যথা হয়ে নড়ে
এমনি করেই গেল জীবনের সব পালা
এসে গেল মরণের ঢেউ
স্মৃতি ছাড়া থাকবে না কেউ ॥
[source]

Leave a Comment