বাড়িওয়ালা নাইরে বাড়ি লিরিক্স | Bari wala Naire Bari Lyrics

 

বাড়িওয়ালা নাইরে বাড়ি

বাড়িওয়ালা নাইরে বাড়ি লিরিক্স

Singer নাঈমুল হক
Tune নাঈমুল হক
Song Writer আব্দুল কাদের হাওলাদার

চোখেরই পলকে তুমি হতে পারো লাশ।
চির তরে বন্ধ হবে তোমারই নিশ্বাস।
হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে,
বাড়ি ওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে ।।

তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরী,
ভাবোনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি।
সুতোয় টান দিলে মালিক
ও…
সুতোয় টান দিলে মালিক
পারবে না থাকিতে।।

বাড়ি ওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে
বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে।

বাড়ি-গাড়ি মিল ফ্যাক্টরী টাকারও পাহাড়,
বিলাসীতায় কেটেছে জনম কত অহংকার।
দামি কাপর ছেড়ে হবে,
সাদা কাফন পরিতে।।

বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে
বাড়ি ওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে।

যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি,
জানাযায় শরিক হবে তোমার প্রতিবেশী।
স্বজনেরা নিয়ে যাবে,
তোমাকে পালকিতে

English Pronunciation

chokher e Poloke tumi hote paro lash

chorotore bondho hobe tomari nisshash

Hobe elan tomari nam mosjider maike

Bari wala Naire Bari naire duniate

Tomar voye Thakto manush chilo bahaduri

Vaboni haway ora tumi jr rongin ghuri

sutoy tan dile malik

O…

sutoy tan dile malik

Parbena thakite.

Bari wala Naire Bari naire duniate

Bari wala Naire Bari naire duniate

Bari-Gari Mil factory Takaro Phar

Bilashitay Keteche Jonom koto Ahongkar

Dami kapor chere hobe

sada kafon porite.

Bari wala Naire Bari naire duniate

Bari wala Naire Bari naire duniate

Jader shate cholte tumi thakte dibaniishi

janazay shorik hobe tomae protibeshi

shojonera nie jabe

tomake palkite.

English Version

You can be dead in the blink of eye.

Your breath will stop forever.

your name will be announce on the mike of the mosque,

The landlord is not the house and not in the world.

The landlord is not the house and not in the world.

You had Power, People were afraid of you,

Didn’t think you are just a colorful flying kite in the air.

If the string is pulled by loard

O…

If the string is pulled by loard

You Can’t Live.

The landlord is not the house and not in the world.

The landlord is not the house and not in the world.

Houses, cars, mills-factories, lots of money,

You Hold a luxury life and were so arrogance.

(one day) you have to wear white shroud

leaving Expensive clothes.

The landlord is not the house and not in the world.

The landlord is not the house and not in the world.

Those with whom you live day and night,

Your neighbor will attend the funeral.

relatives will take

you in the coffin

এক নজরে গানের বিষয়বস্তু

বাড়িওয়ালা নাইরে বাড়ি শিরোনামের গানটি একটি জনপ্রিয় বাংলা মরমি গজল। গানটির গীতিকার আব্দুল কাদের হাওয়ালাদার, যিনি এলান এবং কত জানাজার পড়েছি নামাজ-এর মতো তুমুল জনপ্রিয় মরমি গজলগুলোরও স্রষ্টা। বাড়িওয়ালা নাইরে বাড়ি গানটির সুর করেছেন নাঈমুল হক এবং কম্পোজ করেছেন জয়নাল আবেদিন একাত্ত।

এই গজলটির প্রতিটি কথায় ফুটে উঠেছে মৃত্যু পরবর্তি মানুষের অসহায় অবস্থার ছাপ। মানুষ যে বাড়ি-গাড়ি ও মিল ফ্যাক্টরির জন্য এত কিছু করে, এত অহংকারে মাতে; মৃত্যুর পর তাকে সেই বাড়ি-গাড়ি ছেড়ে খালি হাতে পাড়ি জমাতে হয় কবরে

গীতিকার বাড়িওয়ালা নাইরে বাড়ি লিরিক্স এ মানুষের জীবনকে উপমা দিয়েছেন একটি রঙিন ঘুরির সাথে। যা  আকাশে উড়তে থাকলেও আসলে একটি সত্তা দ্বারা নিয়ন্ত্রিত। যখন ঘুরির মালিক সুতায় ধরে টান দেয়, ঘুরি আকাশ ছেড়ে মালিকের হাতে আসতে বাধ্য। জীবনটাও ঠিক একই রকম। একে মুক্ত বিহঙ্গ মনে হলেও আসলে তা জীবনের মালিক মহান আল্লাহ দ্বারা সুনিয়ন্ত্রিত।  যখনই তিনি ডাক দেবেন, পৃথিবীর সমস্ত কিছুই তখন অর্থহীন হয়ে পড়বে। মানুষ যাত্রা করবে এক অনন্তকালে পথে।

বাড়িওয়ালা নাইরে বাড়ি গজলটির শেষ স্তবকে গীতিকার স্বরণ করিয়ে দিয়েছেন-একটু কল্পনা করে দেখো, যে মানুষগুলোর সাথে মিশে তুমি পাপকাজে ছিলে মত্ত, মৃত্যুর পরে সেই লোকগুলো তোমাকে আর সঙ্গ দেবে না। মুহুর্ত পরেই কফিনে করে রেখে আসবে একাকি নিরালায়। সুতরাং তাদের অন্যায্য আহ্বানে সাড়া দিয়ে রবের অবাধ্যতার পথে আর পা বাড়িও না; বরং নিজের পরকালিন জীবনের জন্য পাথেয় সঞ্চয়ে আত্মনিয়োগ করো ।

দুই দিনের এই দুনিয়ায় মাতোয়ারা হয়ে হালাল হারামের পার্থক্যকে কখনোই ভুলে যাওয়া উচিৎ না। কারণ একটু খানি শান্তির আশায় হারাম উপার্জন দিয়ে যে বাড়ি আমরা তৈয়ার করছি, একদিন সেই বাড়িতে বাড়িওয়ালা আর থাকবে না। বাস্তবতা তখন দাঁড়াবে- বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে- Bari wala Naire Bari  

Leave a Comment