বাতাসেরা কানে কানে
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | মশিউর রহমান |
Song Writer | জাকির আবু জাফর |
বাতাসেরা কানে-কানে বলে দিয়ে যায়
ওই চাঁদ-তারা হাসে তোমার দয়ায় ॥
পৃথিবীর যত পাখি তোমার গানে
সুরে সুরে সোনাঝরা সকাল আনে
আলো ভরা ঝলমল মাটির ধরায় ॥
সাজিয়েছো মরুবন বনানী দীঘল
নীলে নীলে ডানা মেলা স্বর্ণ ঈগল।
রাত ভর জোনাকির হাসি ভরা বন
আঁধারের বুকে বুকে কোন আলোড়ন
মৌমাছি গুনগুন কার গান গায় ॥
[Similar]