বাজিছে দামামা লিরিক্স – Bajiche Damama Lyrics

 

বাজিছে দামামা, বাঁধ রে আমামা

বাজিছে দামামা

Singer Didarul Islam, Emadul Islam
Tune কাজী নজরুল ইসলাম
Song Writer কাজী নজরুল ইসলাম

বাজিছে দামামা, বাঁধ রে আমামা
শির উঁচু করি মুসলমান
দাওয়াত এসেছে নয়া জামানার
ভাঙা কেল্লায় ওড়ে নিশান ॥

মুখেতে কলেমা হাতে তলোয়ার
বুকে ইসলামি জোশ দুর্বার,
হৃদয়ে লইয়া এশক আল্লার
চল আগে চল বাজে বিষাণ
ভয় নাই তোর গলায় তাবিজ
বাঁধা যে রে তোর পাক কুরআন

নহি মোরা জীব ভোগ বিলাসের
শাহাদত ছিল কাম্য মোদের,
ভিখারির সাজে খলিফা যাদের
শাসন করিল আধা জাহান
তারা আজ পড়ে ঘুমায় বেহুঁশ
বাহিরে বহিছে ঝড় তুফান ॥

ঘুমাইয়া কাযা করেছি ফজর
তখনো জাগিনি যখন জোহর,
হেলা ও খেলায় কেটেছে আসর
মাগরিবের ওই শুনি আজান
জামাত-সামিল হও রে এশাতে
এখনও জামাতে আছে স্থান ॥

শুকনো রুটিরে সম্বল করে
যে ঈমান আর যে ত্যাগের জোরে,
ফিরেছি জগৎ মন্থন করে
সে-শক্তি আজ ফিরিয়ে আন
আল্লাহু আকবর রবে
পুনঃকাঁপুক বিশ্ব দূর বিমান ॥

2 thoughts on “বাজিছে দামামা লিরিক্স – Bajiche Damama Lyrics”

Leave a Comment