বাঁশের পালকি চইড়া মাগো লিরিক্স – Basher Palki Choira Mago Lyrics

 

বাঁশের পালকি চইড়া মাগো

বাঁশের পালকি চইড়া মাগো

Singer রোকনুজ্জামান
Tune রোকনুজ্জামান
Song Writer মামুন সারোয়ার

বাঁশের পালকি-চইড়া মাগো
যাও যে কোথায় চলে
কোথায় আবার ঘর বানাইলা
যাও না আমায় বলে ॥

বুকে বড় স্বপ্ন ছিল
থাকব তোমার সাথে
তোমার সাথে কাটবে সময়
সকাল দুপুর রাতে
একটুখানি কও না কথা
ভাসি নয়ন জলে ॥

তুমি ছাড়া কেমনে থাকি
একলা শূন্য ঘরে
কেউ তো ভালোবাসে না আর
এই পৃথিবীর পরে
ও দয়াময় আমার মাকে
জান্নাতে নাও তুলে ॥

[Similar]

Leave a Comment