বল তো কার ইশারায় লিরিক্স । Boloto Kar Isharay Lyrics

বল তো কার ইশারায়

বলো তো কার ইশারায়

Singer সাইফুল্লাহ মানছুর
Tune তাফাজ্জল হোসাইন খান
Song Writer তাফাজ্জল হোসাইন খান

বলো তো কার ইশারায়
গোলাপ তার গন্ধ বিলায়
বল তো কার ইশারায়
মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়
এই দুনিয়ায় ॥

বলো তো কার ইশারায়
হাসে চাঁদ আকাশে
জোনাকি দেয় যে আলো
মায়াবী আবেশে
সে কথা ভেবে ভেবে
মন আমার যায় হারিয়ে
দূর অজানায় ॥

বলো তো কার ইশারায় সাগর জলধি
দুলে ওঠে জোয়ার ভাটায় নিরবধি।

বলো তো কার ইশারায়
রাসূল মরু সাহারায়
কুরআনের আলো নিয়ে
আঁধারের আঙিনায়
কার এমন সৃষ্টি বলো
এ জীবন ধন্য হলো
যার উসিলায় ॥

Video Source

Leave a Comment