বলতে পারো ভুবন মাঝে লিরিক্স – Bolte Paro Vubon Majhe Lyrics

 

বলতে পারো ভুবন মাঝে

বলতে পারো ভুবন মাঝে

Singer আরিফ
Tune মেহরাজ মিঠু
Song Writer কে এম মুনীর হোসাইন

বলতে পারো ভুবন-মাঝে
সবার প্রিয় কে
মাগো মাগো মা নামটি
হৃদয় কেড়েছে
আমার মনটা কেড়েছে ॥

মায়ের মতো স্বজন প্রিয় আর তো কেহ নয়
মা বিনে ক্ষণিক জীবন শূন্য মনে হয়
তোমার তরে মা যে কত দুঃখ সয়েছে ॥

ছোট্ট থেকে করেছে বড়
কোলে পিঠে করে
যায় কি ভোলা সেই মাকে
বিপদে আপদে
মায়ের মুখে মিষ্টি হাসি
ভোলায় ব্যথা কে ॥

[Similar]

Leave a Comment