ফুলে পুছিনু বল
Singer | ইয়াকুব আলী খান |
Tune | কাজী নজরুল ইসলাম |
Song Writer | কাজী নজরুল ইসলাম |
ফুলে পুছিনু বল, বল ওরে ফুল!
কোথা পেলি এ সুরভি, রূপ এ অতুল?’
‘যাঁর রূপে উজালা দুনিয়া’ কহে গুল,
‘দিল সেই মোরে এই রূপ এ খোশবু।’
আল্লাহু আল্লাহু ॥
‘ওরে কোকিল কে তোরে দিল এ সুর,
কোথা পেলি পাপিয়া এ কণ্ঠ মধুর?’
কহে কোকিল ও পাপিয়া, ‘আল্লাহ গফুর’
তাঁরি নাম গাহি ‘পিউ পিউ, কুহু কুহু।’
আল্লাহু আল্লাহু ॥
‘ও রে রবি-শশী, ওরে গ্রহ-তারা,
কোথা পেলি এ রওশনী জ্যোতি ধারা?’
কহে, ‘আমরা তাঁহারই রূপের ইশারা
মুসা, বেহুঁশ হলো হেরি যে খুবরু।’
আল্লাহু আল্লাহু ॥
যাঁরে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়
কুল-মখলুক যাঁহারই মহিমা গায়,
যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়,
সে নাম নিতে নিতে মরিÑ এই আরজু।
আল্লাহু আল্লাহু ॥