ফুলে পুছিনু বল লিরিক্স। Fule puchinu bol Lyrics

 

ফুলে পুছিনু বল

ফুলে পুছিনু বল

Singer ইয়াকুব আলী খান
Tune কাজী নজরুল ইসলাম
Song Writer কাজী নজরুল ইসলাম

 

ফুলে পুছিনু বল, বল ওরে ফুল!
কোথা পেলি এ সুরভি, রূপ এ অতুল?’
‘যাঁর রূপে উজালা দুনিয়া’ কহে গুল,
‘দিল সেই মোরে এই রূপ এ খোশবু।’
আল্লাহু আল্লাহু ॥

‘ওরে কোকিল কে তোরে দিল এ সুর,
কোথা পেলি পাপিয়া এ কণ্ঠ মধুর?’
কহে কোকিল ও পাপিয়া, ‘আল্লাহ গফুর’
তাঁরি নাম গাহি ‘পিউ পিউ, কুহু কুহু।’
আল্লাহু আল্লাহু ॥

‘ও রে রবি-শশী, ওরে গ্রহ-তারা,
কোথা পেলি এ রওশনী জ্যোতি ধারা?’
কহে, ‘আমরা তাঁহারই রূপের ইশারা
মুসা, বেহুঁশ হলো হেরি যে খুবরু।’
আল্লাহু আল্লাহু ॥

যাঁরে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়
কুল-মখলুক যাঁহারই মহিমা গায়,
যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়,
সে নাম নিতে নিতে মরিÑ এই আরজু।
আল্লাহু আল্লাহু ॥

 

Leave a Comment