প্রশংসা তোমার সব লিরিক্স । Prosongsha Tomar Sob Digonte Lyrics

প্রশংসা তোমার সব

প্রশংসা তোমার সব

Singer সাইফুল্লাহ মানছুর
Tune তাফাজ্জল হোসাইন খান
Song Writer তাফাজ্জল হোসাইন খান

প্রশংসা তোমার সব
দিগন্তে শুনি নিরন্তর
তুমি রাব্বুল আলামিন
রাখো মাখলুকের খবর ॥

পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ সংখ্যাহীন
নদ নদী আর সাত সাগরের মাছ প্রাণী রঙিন
তোমার কাছে আহার তাদের
তোমাতে নির্ভর ॥

তারা জ¦লে সূর্য জ¦লে জ¦লে রাত্রিদিন
মুঠো মুঠো আলোর ফসল ছড়ায় ক্লান্তিহীন
তোমার নামের নাগমা গাহে
ভরে কণ্ঠস্বর ॥

সবুজ শ্যামল ক্ষেত খামারে বাতাস নেচে যায়
শান্ত বিলের আকাশ পাড়ে বলাকা হারায়
হঠাৎ তখন তোমার নামে
গুঞ্জরে ভ্রমর ॥

Video Source

Leave a Comment