প্রশংসা তোমার সব
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | তাফাজ্জল হোসাইন খান |
Song Writer | তাফাজ্জল হোসাইন খান |
প্রশংসা তোমার সব
দিগন্তে শুনি নিরন্তর
তুমি রাব্বুল আলামিন
রাখো মাখলুকের খবর ॥
পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ সংখ্যাহীন
নদ নদী আর সাত সাগরের মাছ প্রাণী রঙিন
তোমার কাছে আহার তাদের
তোমাতে নির্ভর ॥
তারা জ¦লে সূর্য জ¦লে জ¦লে রাত্রিদিন
মুঠো মুঠো আলোর ফসল ছড়ায় ক্লান্তিহীন
তোমার নামের নাগমা গাহে
ভরে কণ্ঠস্বর ॥
সবুজ শ্যামল ক্ষেত খামারে বাতাস নেচে যায়
শান্ত বিলের আকাশ পাড়ে বলাকা হারায়
হঠাৎ তখন তোমার নামে
গুঞ্জরে ভ্রমর ॥
Video Source