প্রভু তুমি দয়া করো
Singer | Unknown |
Tune | লুৎফর রহমান |
Song Writer | লুৎফর রহমান |
প্রভু তুমি দয়া করো
তোমার এ বান্দা বড় অসহায়
পথহারা পথিক দেখ
কেঁদে কেঁদে ডাকে তোমায় ॥
কালো মেঘে ঢাকা আজও
আমার মনের আকাশ
নতুন ভোরের উদয় করে
করো এ আঁধার বিনাশ
এই অমানিশা দূর করো
তোমার আলোক ছটায় ॥
আর কতদিন বইবো আমি
এমন পাপের বোঝা
দেখাও আমায় যে পথ তোমার
অতি সরল সোজা
আঁধারে আর দিও না ঠেলে
কখনো অবহেলায় ॥