প্রভু তারার হরফ দিয়ে লিরিক্স । Provu Tarar Horof Diye Lyrics

প্রভু তারার হরফ দিয়ে

প্রভু তারার হরফ দিয়ে

Singer তাওহীদুল ইসলাম
Tune মশিউর রহমান
Song Writer বিলাল হোসাইন নূরী

প্রভু- তারার হরফ দিয়ে এ আমার নাম
লিখে রেখো রাইয়্যান দরোজার সাথে
যে দরোজা দিয়ে আমি যাব জান্নাতে

আমার ললাটে দিও সিজদার আলো
যে আলোয় ধুয়ে যাবে হতাশার কালো।
সিয়ামের মধু-ঘ্রাণে,
সজীবতা দিও প্রাণে
এ আশায় বুক বেঁধে ভাসি কান্নাতে ॥

সালাম সালাম বলে ফেরেশতাকুল
ডাকে যেন আমাকেও রহমের ঘরে
সে ঘরেই রয়ে যাব আমি চিরতরে।

আমার অধরে দিও বিজয়ের হাসি
যে হাসিতে ভেসে যাবে শোক রাশি রাশি।
মমতার প্রীতি-হারে,
বেঁধে নিও এ আমারে
আমলের খাতাটাও দিও ডান-হাতে॥

Visit

Leave a Comment