পৃথিবী না জানুক আমি তো জানি লিরিক্স । Prithibi Na Januk Lyrics

পৃথিবী না জানুক আমি তো জানি

পৃথিবী না জানুক আমি তো জানি

Singer তাওহীদুল ইসলাম
Tune মশিউর রহমান
Song Writer আসাদ বিন হাফিজ

পৃথিবী না জানুক আমি তো জানি
আমি কী পাপ করেছি হায়
আমার পাপের করলে বিচার
বাঁচার আমার নাই উপায় ॥

দয়াময় তুমি মাফ করো আমায়

মাফ করো আমায়।

 জেনে না জেনে কত যে আমি
করেছি পাপ
কতবার যে করেছি তওবা
কতবার অনুতাপ
দুদিনেই আবার সব ভুলে আমি
মজে গেছি দুনিয়ায় ॥

আমার পাপের নাই সীমা নাই
তুমি মেহেরবান
তুমি রাহিম তুমি রহমান
তুমি দয়াবান
আমায় তুমি কর গো মাফ
এ গুনাহগার এই শুধু চায় ॥

Visit

English Pronunciation

Prithibi Na Januk Ami to Jani
Ami ki Pap Koresi Hay
Amar Paper korle bichar
Basar Amar nay Upay
Doyamoy Tumi Maf koro amay
Maf koro amay.

Jene na jene Koto je ami
koresi pap
Kotobar je koresi tawba
Kotobar Anutap
Dudine abar sob Vule ami
moje gechi duniay.

Amamr Paper nay shima nay
Tumi meheban
tumi rahim tumi rahman
tumi dayaban
amay tumi koro go maf
ey gunahgar shudhu ey chay.

English Version

Even if the world doesn’t know, I know
What sin have I committed?
Judge my sins
I have no way to release it.
You are So kind, Please Forgive me.

know ‍and without know
I have sinned lots of.
many times I have repented and
repented.
but forgetting everything after two days
I have submerged myself in the world.

My sin has no limit
but you are so kind
You are kind-hearted, you are Most Merciful
you are kind,
Please forgive me
This sinner only wants this.

গানের বিষয়বস্তু ও প্রসঙ্গ কথা

পৃথিবী না জানুক আমি তো জানি একটি জনপ্রিয় ইসলামি গান। কবি আসাদ বিন হাফিজের কথায় গানটিতে সুরারোপ করেছেন সুর সম্রাট মশিউর রহমান। একইসাথে তিনি কণ্ঠও দিয়েছেন এই গানে। মশিউর রহমানের গান এর মধ্যে যতগুলো  শ্রতাদের হৃদয় জয়ে সক্ষম হয়েছে, তার মধ্যে পৃথিবী না জানুক আমি তো জানি অন্যতম।

গানটির কথায় একজন অনুতপ্ত বান্দাহর করুণ আকুতি প্রকাশ পেয়েছে। আমাদের মতো দৃর্বল চিত্তের সাধারণ মুসলিমরা যেমনটা করে থাকে-আল্লাহর কালাম শোনার পরে মনোস্থির করে-আর কখনো পাপ কাজে জড়াবো না। এখন থেকে ভালো হয়ে যাবো। এমন স্থির তওবার পরেও দুদিন পরে আবার সব ভুলে যায়। মগ্ন হয় পৃথিবীর লালসায়। একের পর এক পাপ কর্মে জড়িয়ে পড়ে। এই অতি পরিচিত বিষয়টিই গীতিকার চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন এই গানে।

বারংবার এহেন বিপদগামিতায় অনুতপ্ত হয়ে কবি মহান রবের নিকট ধরনা ধরে ফরিয়াদ মাঙছে-হায় প্রভু দয়াময়, পৃথিবী না জানুক আমি তো জানি কত পাপ করেছি হায়। কত অবাধ্য হয়েছি তোমার। আমার এমন পদস্খলন এবং ওয়াদা ভঙ্গের পরিণাম যদি তুমি দাও, তাহলে আর রক্ষা নেই। আমি তো হিসেব দিতে অক্ষম। যদি হিসেবের মুখোমুখী করো, তবে জাহান্নাম আমার অবধারিত। তাই মেহেরবানি করে তোমার রহমান ও রহিম নামের গুণে ক্ষমা করো আমায়।

পৃথিবী না জানুক আমি তো জানি গানটির কথায় রাসূল সা. এর একটি হাদিসের প্রতিফলন হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রা. কে একদিন বিশ্বনবি সা. বলেছিলেন-কেয়ামতের ময়দানে মহান আল্লাহ যদি কোনো বান্দাহকে হিসেবের মুখোমুখী করে, তবে সে নিশ্চিত জাহান্নামী। তখন আয়েশা রা. জিজ্ঞেস করেন-তাহলে আল্লাহ কুরআনে যে বলেছেন-মুমিন বান্দাদের হিসেবকে তিনি সহজ করবেন। এই হিসেব সহজ করার অর্থ কী? রাসূল সা. বললেন-হিসেব সহজ করার অর্থ হলো-বিনা হিসাবে জান্নাত।

নির্জন পরিবেশে একনিষ্ঠ মনে কর্ণকুহরে যদি বাজে- পৃথিবী না জানুক আমি তো জানি আমি কী পাপ করেছি হায়, তাহলে পাপিষ্ঠ মন অনুতাপের অনলে পুড়ে মোমের মতো গলে যাবে নিমিষেই। তাই এই ইসলামি গানটি প্রত্যেক বান্দারই শোনা উচিৎ।

এই গানটির মাধ্যমে কবি আসাদ বিন হাফিজ শ্রোতাদের মাঝে অমর হয়ে রইবেন বহুকাল! নিঃসন্দেহে এটি হৃদয়ে প্রভাব সৃষ্টিকারী একটি ইসলামি গান। মনকে সতেজ করার জন্য সবার উচিৎ প্রার্থনামূলক এই গানটি গভীর মনোযোগ দিয়ে শোনা। লাখো শ্রোতার হৃদয় জয় করুন মধুময় বাণী- পৃথিবী না জানুক আমি তো জানি আমি কী পাপ করেছি হায়।

গানটি ভালো লাগলে শেয়ার করে অণ্যদেরও দেখার সুযোগ করে দিন!

Leave a Comment