পৃথিবী আমার আসল ঠিকানা নয়
Singer | Morshedul Islam |
Tune | মতিউর রহমান মল্লিক |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দেবে
সকল রঙিন পরিচয় ॥
মিছে এই মানুষের বন্ধন
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন
মিছে এই জীবনের রংধনু সাতরং
মিছে এই দুদিনের অভিনয় ॥
একদিন হিসেবের খাতা খুলে বন্ধু
তোমাকেই দাঁড়াতে হবে
সেই দিন প্রশ্নের কী দিবে জবাব হায়
বলো না কী কথা কবে।
মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব,
মিছে গান কবিতার ছন্দ
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে
মিছে এই জয় আর পরাজয় ॥