পৃথিবী আমার আসল ঠিকানা নয় লিরিক্স – Prithibi Amar Ashol Thikana Noi Lyrics

 

পৃথিবী আমার আসল ঠিকানা নয়

পৃথিবী আমার আসল ঠিকানা নয়

Singer Morshedul Islam
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দেবে
সকল রঙিন পরিচয় ॥

মিছে এই মানুষের বন্ধন
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন
মিছে এই জীবনের রংধনু সাতরং
মিছে এই দুদিনের অভিনয় ॥

একদিন হিসেবের খাতা খুলে বন্ধু
তোমাকেই দাঁড়াতে হবে
সেই দিন প্রশ্নের কী দিবে জবাব হায়
বলো না কী কথা কবে।

মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব,
মিছে গান কবিতার ছন্দ
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে
মিছে এই জয় আর পরাজয় ॥

similar site

Leave a Comment