পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা লিরিক্স – Prithibite Valobashar Manush Lyrics

 

পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা

পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা

Singer মাসুদ রানা
Tune মাসুদ রানা
Song Writer মাসুদ রানা

পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা
যার পায়ের নিচে বেহেশত আমার
সেই তো আমার মা ॥

দশ মাস দশ দিন গর্ভে ধরে
কষ্ট করলেন যিনি
প্রসবেরই যন্ত্রণাতে ছট ফট করলেন তিনি
সেই মায়েরই কষ্টের ঋণ তো
শোধ দিতে পারব না ॥

মাকে কত দিয়েছি গালি
পেয়েছে কত ব্যথা
হাসি মুখে থেকেছে কাউকে
বুঝতে দেয়নি ব্যথা
এমন মায়ের কারোর সাথে হয় না তুলনা।

মা বলে, নামাজ রোজা কর তুই
কুরআন হাদিস পড়
খোদার বিধান করতে কায়েম
বাতিলের সাথে লড়
দ্বীনের পথে চলতে যে মা নিষেধ করে না ॥

[Similar]

Leave a Comment