পৃথিবীতে কেউ স্থায়ী হয় না লিরিক্স । Prithibite Keu sthai Hoy Na Lyrics

পৃথিবীতে কেউ স্থায়ী হয় না

পৃথিবীতে কেউ স্থায়ী হয় না

Singer সাইফুল্লাহ মানছুর
Tune মশিউর রহমান
Song Writer জাকির আবু জাফর

পৃথিবীতে কেউ স্থায়ী হয় না
হোক না সে ফেরাউন কিবা নমরূদ
কেউ ভবে চিরকাল রয় না ॥

চলে যায় সব ছেড়ে যেতে হয়
মৃত্যু মানে না কোনো পরিচয়
সব রাজা মহারাজা আর মহাবীর
কাউকে সে অবকাশ দেয় না।

ফেরাউন শেষ তক ছিল না
মৃত্যু তাকেও ছেড়ে দিলো না
থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন
কেউ আজ তার হয়ে রয় না।

এই সেই পিরামিড দাঁড়িয়ে
আকাশের দিকে মাথা বাড়িয়ে
ইতিহাস হয়ে আছে চিরকাল
ফেরাউন শুধু ভবে রয় না।

নীলনদ আজও আছে থাকবে
চিরদিন সত্যকে ডাকবে
ডেকে ডেকে বলে যাবে দিনরাত
কেউ যেন ফেরাউন হয় না।

[Similar]

Leave a Comment