পূর্ব দিগন্তে সূর্য উঠেছে লিরিক্স । Purbo Digonte Shurjo Utheche Lyrics

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

Singer Unknown
Tune সমর দাস
Song Writer গোবিন্দ হালদার

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জনসমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল
হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল ॥

শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
নয়া বাংলার নয়া সকাল,
নয়া সকাল, নয়া সকাল ॥

আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয়ের বিষাণ
বিদ্যুৎগতি হোক অভিযান
ছিঁড়ে ফেল সব শত্রুজাল,
শত্রুজাল, শত্রুজাল ॥

Visit

Leave a Comment