পুরো পৃথিবী একদিকে লিরিক্স | Poru Prithibi Ekdike Lyrics

 

পুরো পৃথিবী একদিকে লিরিক্স

পুরো পৃথিবী একদিকে

Singer Topu
Tune Topu
Song Writer Topu

পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিকে
সবাই বলে করছো ভুল আর
তোরা বলিস ঠিক।
তোরা ছিলি তোরা আছিস
জানি তোরাই থাকবি।
বন্ধু বোঝে আমাকে
বন্ধু আছে আর কী লাগে?

সুসম্পর্ক, দুঃসম্পর্ক, আত্মীয়-অনাত্মীয়
শত্রু-মিত্র, রক্ত সম্পর্কের কেউ বা দ্বিতীয়
সৎ-অসৎ, দূরের-কাছের, বৈধ-অবৈধ
হাজারও এসব সম্পর্ক ভাঙ্গে
থাকে বন্ধুত্ব।

তোরা ছিলি তোরা আছিস
জানি তোরাই থাকবি।
বন্ধু বোঝে আমাকে
বন্ধু আছে আর কী লাগে?

কিছু কথা যা যায় না বলা কাউকে
কিছু কাজ যা যায় না করা সহজে
কিছু আচরণ মানে না কেউ সামনে
কিছু জায়গা যায় না যাওয়া চাইলেই
সবই হয় যদি তোরা থাকিস সেখানে।

বন্ধু বোঝে আমাকে
বন্ধু আছে আর কি লাগে?
বন্ধু বোঝে আমাকে
বন্ধু আছে আর কি লাগে?

Leave a Comment