পালাবে কোথায়
Singer | Aminul Islam |
Tune | Mahfuz Ahmed |
Composition | Ahmed Rasel |
Song Writer | Mahfuz Ahmed |
ধন সম্পদের বড়াই করো
রঙিন রঙিন প্রাসাদ গড়ো
মরণের ভয় কি মনে নাই?
হঠাৎ যদি ডাক এসে যায়
পালাবে কোথায়..?
এইযে তোমার বাড়ি-গাড়ি
যেতে হবে সবই ছাড়ি
মিছে কেন বাহাদুরি
মিছে কেন বাহাদুরি
এইযে দুনিয়ায়।
হঠাৎ যদি ডাক এসে যায়
পালাবে কোথায়..?
যারা তোমার এত আপন
ভাই বেরাদার সব পরিজন
কেউ হবে না সংগী তোমার
কেউ হবে না সংগী তোমার
কবর দেশে হায়।
হঠাৎ যদি ডাক এসে যায়
পালাবে কোথায়..?
[similar]