পালাবে কোথায় লিরিক্স – Hotath Jodi Dac Eshe Jay Lyrics

 

পালাবে কোথায়

পালাবে কোথায়

Singer Aminul Islam
Tune Mahfuz Ahmed
Composition Ahmed Rasel
Song Writer Mahfuz Ahmed

ধন সম্পদের বড়াই করো
রঙিন রঙিন প্রাসাদ গড়ো
মরণের ভয় কি মনে নাই?
হঠাৎ যদি ডাক এসে যায়
পালাবে কোথায়..?

এইযে তোমার বাড়ি-গাড়ি
যেতে হবে সবই ছাড়ি
মিছে কেন বাহাদুরি
মিছে কেন বাহাদুরি
এইযে দুনিয়ায়।

হঠাৎ যদি ডাক এসে যায়
পালাবে কোথায়..?

যারা তোমার এত আপন
ভাই বেরাদার সব পরিজন
কেউ হবে না সংগী তোমার
কেউ হবে না সংগী তোমার
কবর দেশে হায়।

হঠাৎ যদি ডাক এসে যায়
পালাবে কোথায়..?

[similar]

Leave a Comment