পাতাঝরা মৌসুমী শীতের মতো লিরিক্স । Pata Jhora Moushum Lyrics

পাতাঝরা মৌসুমী শীতের মতো

মৌসুমী শীতের মতো

Singer সাইফুল্লাহ মানছুর
Tune মশিউর রহমান
Song Writer জাকির আবু জাফর

পাতাঝরা মৌসুমী শীতের মতো
ঝরে যায় জীবনের পাপড়ি যত
ঝরে ঝরে একদিন নিঃশেষ হয়
তারপর মুছে যায় সব পরিচয় ॥

কিছুদিন আগে কুঁড়ি তারপর ফুল
তারপর বিলিয়ে সুগন্ধ অতুল
চারিদিকে হইচই নতুন বিজয় ॥

তারপর ধীরে ধীরে ঝরার পালা
নিভিয়ে শুকিয়ে যায় ফুলের ডালা
উড়ে যায় সবশেষে আসলে প্রলয় ॥

আসলে জীবন এক অশেষ নদী
বহমান ধারা বুকে ঢেউ জলধি
মৃত্যু তো জীবনের শেষ কথা নয় ॥

[Similar]

Leave a Comment