পাতাঝরা মৌসুমী শীতের মতো
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | মশিউর রহমান |
Song Writer | জাকির আবু জাফর |
পাতাঝরা মৌসুমী শীতের মতো
ঝরে যায় জীবনের পাপড়ি যত
ঝরে ঝরে একদিন নিঃশেষ হয়
তারপর মুছে যায় সব পরিচয় ॥
কিছুদিন আগে কুঁড়ি তারপর ফুল
তারপর বিলিয়ে সুগন্ধ অতুল
চারিদিকে হইচই নতুন বিজয় ॥
তারপর ধীরে ধীরে ঝরার পালা
নিভিয়ে শুকিয়ে যায় ফুলের ডালা
উড়ে যায় সবশেষে আসলে প্রলয় ॥
আসলে জীবন এক অশেষ নদী
বহমান ধারা বুকে ঢেউ জলধি
মৃত্যু তো জীবনের শেষ কথা নয় ॥
[Similar]