নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান লিরিক্স-NISHIDIN JAPE KHODA DUNIYA JAHAN Lyrics

 

নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান

 

নিশিদিন জপে খোদা

Singer Firoza Begum
Tune কাজী নজরুল ইসলাম
Song Writer কাজী নজরুল ইসলাম

নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
জপে তোমারি নাম
তারায় গাঁথা তসবী ল’য়ে নিশীথে আসমান
জপে তোমারি নাম ॥

ফুলের বনে নিতি গুঞ্জরিয়া
ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া;
হাতে ল’য়ে ফুলকুঁড়ির তসবী ফুলের বাগান
জপে তোমারি নাম ॥

সাঁঝ সকালে কোকিল পাপিয়া
মধুর তব নাম ফেরে গাহিয়া,
ছল ছল সুরে ঝর্ণার ধারা নদীর কলতান
জপে তোমারি নাম ॥

বৃষ্টি ধারায় তসবী ল’য়ে
তব নাম জপে মেঘ ব্যাকুল হয়ে
সাগর-কল্লোল, সমীর-হিল্লোল
বাদল ঝড়-তুফান,
জপে তোমারি নাম ॥

 

 

Leave a Comment