নিরাশাতে আশা তুমি
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | সাইফুল্লাহ মানছুর |
Song Writer | সিরাজুল ইসলাম |
নিরাশাতে আশা তুমি
অন্ধকারে আলো
সবার মনে জানি তুমি
আশার প্রদীপ জ্বালো ॥
প্রলয় যখন আসে আকাশ ঘিরে
জীবন যখন ভাসে ব্যথার নীড়ে
তুমি তখন গোপন হাতে
ঘুচাও আঁধার কালো ॥
আঘাত যখন ছড়ায় আড়াল হতে
বাধার পাহাড় দাঁড়ায় যখন পথে
তুমি তখন প্রাণে আমার
শক্তি সাহস ঢালো ॥
শোকে যখন এ মন ভেঙে পড়ে
দুঃখে যখন হৃদয় শুধুই ভরে
তুমি তখন সান্ত্বনা দাও
আমায় বেসে ভালো ॥
Video Source