নিরাশাতে আশা তুমি লিরিক্স । Nirashate Asha Lyrics

নিরাশাতে আশা তুমি

নিরাশাতে আশা তুমি

Singer সাইফুল্লাহ মানছুর
Tune সাইফুল্লাহ মানছুর
Song Writer সিরাজুল ইসলাম

নিরাশাতে আশা তুমি
অন্ধকারে আলো
সবার মনে জানি তুমি
আশার প্রদীপ জ্বালো ॥

প্রলয় যখন আসে আকাশ ঘিরে
জীবন যখন ভাসে ব্যথার নীড়ে
তুমি তখন গোপন হাতে
ঘুচাও আঁধার কালো ॥

আঘাত যখন ছড়ায় আড়াল হতে
বাধার পাহাড় দাঁড়ায় যখন পথে
তুমি তখন প্রাণে আমার
শক্তি সাহস ঢালো ॥

শোকে যখন এ মন ভেঙে পড়ে
দুঃখে যখন হৃদয় শুধুই ভরে
তুমি তখন সান্ত্বনা দাও
আমায় বেসে ভালো ॥

Video Source

Leave a Comment