নামাজ পড়ো জামাতে ভাই লিরিক্স – Namaj Paro Jamate Vi Lyrics

 

নামাজ পড়ো জামাতে ভাই

নামাজ পড়ো জামাতে ভাই

Singer সন্দীপন শিল্পীগোষ্ঠী
Singer অজ্ঞাত
Song Writer কবি ফররুখ আহমদ

নামাজ পড়ো জামাতে ভাই
কাটবে তোমার আঁধার রাত
নতুন করে লেখা হবে
ভাগ্যলিপি এই বরাত ॥

সংগিবিহীন রাতের তারা
পাবে নিযুত আলোর ধারা
পাবে খোদার রহমত আর
পাবে যে তাঁর মাগফিরাত ॥

এই জামাতের কুওতে ভাই
যাবে তোমার দুর্বলতা
বিন্দু হবে সিন্ধু সমান
ভাসিয়ে দেবে সব জড়তা।

ইনকিলাবি রূপ যে তোমার
ফুটবে চোখে এই দুনিয়ার
নতুন করে গড়বে ধরা
কুল মুমিনের এই জামাত ॥

Video Source

Leave a Comment