নামাজ পড়ো জামাতে ভাই
Singer | সন্দীপন শিল্পীগোষ্ঠী |
Singer | অজ্ঞাত |
Song Writer | কবি ফররুখ আহমদ |
নামাজ পড়ো জামাতে ভাই
কাটবে তোমার আঁধার রাত
নতুন করে লেখা হবে
ভাগ্যলিপি এই বরাত ॥
সংগিবিহীন রাতের তারা
পাবে নিযুত আলোর ধারা
পাবে খোদার রহমত আর
পাবে যে তাঁর মাগফিরাত ॥
এই জামাতের কুওতে ভাই
যাবে তোমার দুর্বলতা
বিন্দু হবে সিন্ধু সমান
ভাসিয়ে দেবে সব জড়তা।
ইনকিলাবি রূপ যে তোমার
ফুটবে চোখে এই দুনিয়ার
নতুন করে গড়বে ধরা
কুল মুমিনের এই জামাত ॥
Video Source