নামাজকে বলো না কাজ আছে লিরিক্স – Namajke bolona kaj ase Lyrics

 

নামাজকে বলো না কাজ আছে

নামাজকে বলো না কাজ আছে

Singer Jahidullah jami
Tune Shahidul islam
Song Writer Shahidul islam

নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে। (২ বার)
নামাজ বিহীন পরপারে
কি জবাব দেবে তুমি প্রভুর কাছে।

ফজর কাটে ঘুমের ঘোরে
জোহর কাটে কাজে,
আসর কাটে খেলায়-ধুলায়
মাগরিব মাঝে মাঝে। (২ বার)
এশার সময় হয়ে এলে
থাকো মিছে দুনিয়ার পিছে।

প্রভুর হুকুম মানোরে ভাই
থাকো তুমি যেথায়,
সময় গেলে পাবে না ফিরে
মরণ তোমায় লইবে ঘিরে। (২ বার)
জেনে রেখো মরন তোমার
অতী কাছে।

নামাজকে বলো না কাজ-আছে
কাজকে বলো আমার নামাজ আছে। (২ বার)
নামাজ বিহীন পরপারে
কি জবাব দেবে তুমি প্রভুর কাছে।

[Similar]

Leave a Comment