নাকে কানে দিয়া তুলা লিরিক্স – Nake kane Dia Yula Lyrics

 

নাকে কানে দিয়া তুলা

নাকে কানে দিয়া তুলা

Singer Monir Khan
Tune Emon Shaha
Song Writer Shah Alom Sarkar

নাকে কানে দিয়া তুলা
তোমারে সাজাবো দুলা
তবুও ডাকবো না আর
কেউ দুলা ভাই,
যে দিন মাটির ঘরের হবে ঘর জামাই।

বাংক কে তোমার কোটি টাকা
সঙ্গে তুমি দুটি টাকা
লইয়া কি আর যাইতে পারবে ভাই?
তোমায় এমন জামা পড়াইবো
যে জামার কোনো পকেট নাই।

যে দিন মাটির ঘরের হবে ঘর জামাই।

বিশাল তোমার জমিদারি,
দেখাও তুমি অহংকারী
বিঘা বিঘা জমির করো খুব বড়াই
মাত্র সাড়ে তিন হাত জমির মাঝে
তোমার নিতে হবে ঠাই।

যে দিন মাটির ঘরের হবে ঘর জামাই।

 

Leave a Comment