ধৈর্যধারণ করার শক্তি লিরিক্স । Dhoirjo Dharon Korar Shokti Lyrics

ধৈর্যধারণ করার শক্তি

ধৈর্যধারণ করার শক্তি

Singer মতিউর রহমান মল্লিক
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

ধৈর্যধারণ করার শক্তি
দাও গো মেহেরবান
আমায় দাও গো মেহেরবান
বুকের ভেতর ব্যথার নদী
বইছে অবিরাম ॥

আঁধার আমার আলো দিয়ে
কানায় কানায় দাও ভরিয়ে
অন্তর জুড়ে দাও গো প্রভু
ভোরের পাখির গান ॥

ফাগুন কেড়ে নেয়া চৈত্র
আষাঢ় করে দাও
গাছ গাছালির শীতল ছায়ায়
জীবন ভরে দাও ॥

আমার ধূ ধূ মরুর দেশে
দাও গো জোয়ার ভাটার শেষে
পারাবারের বাউরি বাতাস
আমায় করো দান ॥

Visit

Leave a Comment