দ্বীন কায়েমের পথে চলার
Singer | মুজাহিদ |
Tune | আমিরুল মোমেনীন মানিক |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
দ্বীন কায়েমের পথে চলার
দাও খোদা তাওফিক
রক্ত চোখের চাওনি যতই
থাক না চতুর্দিক ॥
পথের মতো সই যেন গো
সকল অবহেলা
নদীর গতি নিয়ে আমার
যাক কেটে যাক বেলা
রবির মতো িেই যেন সিদ্ধান্ত সঠিক ॥
যেসব কাজে আহত হয়
খোদার খাঁটি বান্দা
সরল পথের পথিকদেরও
চোখে লাগায় ধাঁধা
সেই সকলি বর্জনে হই
যেন আন্তরিক ॥