দ্বীন কায়েমের পথে চলার লিরিক্স । Din kayemer pothe cholar Lyrics

দ্বীন কায়েমের পথে চলার

দ্বীন কায়েমের পথে চলার

Singer মুজাহিদ
Tune আমিরুল মোমেনীন মানিক
Song Writer মতিউর রহমান মল্লিক

দ্বীন কায়েমের পথে চলার
দাও খোদা তাওফিক
রক্ত চোখের চাওনি যতই
থাক না চতুর্দিক ॥

পথের মতো সই যেন গো
সকল অবহেলা
নদীর গতি নিয়ে আমার
যাক কেটে যাক বেলা
রবির মতো িেই যেন সিদ্ধান্ত সঠিক ॥

যেসব কাজে আহত হয়
খোদার খাঁটি বান্দা
সরল পথের পথিকদেরও
চোখে লাগায় ধাঁধা
সেই সকলি বর্জনে হই
যেন আন্তরিক ॥

Visit

Leave a Comment