দে পানাহ দে ইয়া এলাহি
Singer | আব্বাসউদ্দিন আহমদ |
Tune | আবদুল হালিম চৌধুরী |
Song Writer | সাঈদ সিদ্দিকী |
দে পানাহ দে ইয়া এলাহি দে পানাহ্
পথ হারায়ে কাঁদি যে রাহি দে পানাহ ॥
রওশনী দে বদনসিবে
দিল চেরাগ মোর যায় যে নিভে
নামলো নভে কাল সিয়াহী দে পানাহ ॥
কোন সে সুন্দর ফুল ফাগুনের
স্বপন হেরি গহন ব্যথায়
সুর-হারা বুলবুল কাঁদে মোর
বিরান বাগের শূন্য শাখায়।
তারি বুকের বেদন দিবস রাতে
ঝংকারে মোর দিলরুবাতে
তাই আঁসুর এ ন্যগমা গাহি দে পানাহ ॥