দে পানাহ দে ইয়া এলাহি লিরিক্স । De Panah De Ya Ilahi Lyrics

দে পানাহ দে ইয়া এলাহি

দে পানাহ দে ইয়া এলাহি

Singer আব্বাসউদ্দিন আহমদ
Tune আবদুল হালিম চৌধুরী
Song Writer সাঈদ সিদ্দিকী

দে পানাহ দে ইয়া এলাহি দে পানাহ্
পথ হারায়ে কাঁদি যে রাহি দে পানাহ

রওশনী দে বদনসিবে
দিল চেরাগ মোর যায় যে নিভে
নামলো নভে কাল সিয়াহী দে পানাহ ॥

কোন সে সুন্দর ফুল ফাগুনের
স্বপন হেরি গহন ব্যথায়
সুর-হারা বুলবুল কাঁদে মোর
বিরান বাগের শূন্য শাখায়।

তারি বুকের বেদন দিবস রাতে
ঝংকারে মোর দিলরুবাতে
তাই আঁসুর এ ন্যগমা গাহি দে পানাহ ॥

Visit

Leave a Comment