দেশে দেশে গেয়ে বেড়াই লিরিক্স | DESHE DESHE GEYE BERAI lyrics

 

আমি দেশে দেশে গেয়ে বেড়াই

দেশে দেশে গেয়ে বেড়াই

 

Singer Mohd. Kasem (K Mullick)
Tune কমল দাশগুপ্ত
Song Writer কাজী নজরুল ইসলাম

(আমি) তোমার নামের গান
হে খোদা, এ যে তোমার হুকুম,
তোমারই ফরমান ॥

এমনি তোমার নামের আছর
নামাজ রোজার নাই অবসর,
তোমার নামের নেশায় সদা
মশগুল মোর প্রাণ ॥

তকদিরে মোর এই লিখেছ
হাজার গানের সুরে
নিত্য দিবো তোমার আজান
আঁধার মিনার-চূড়ে।

কাজের মাঝে হাটের পথে
রণ-ভূমে এবাদতে
আমি তোমার নাম শোনাব,
করব শক্তি দান ॥

 

Leave a Comment