দেখা হবে বন্ধু কারণে লিরিক্স | Dekha Hobe Bondhu Lyrics

 

দেখা হবে বন্ধু কারণে

দেখা হবে বন্ধু কারণে

Singer Partha Barua
Tune Partha Barua
Song Writer Bel Nur

দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে

দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়
দেখা হবে-বন্ধু কারণে আর অকারণে

দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে

দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়

দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক পথো মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে

দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে

দেখা হবে বন্ধু-কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়।

Leave a Comment