দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য লিরিক্স । Drishti Tomar Khule Rakho Lyrics

দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য

দৃষ্টি তোমার খুলে রাখো

Singer প্রতীতি
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য
দেখবে স্রষ্টার শ্রেষ্ঠ প্রকাশ কত না অনন্য ॥

বিহঙ্গ তার পক্ষ দোলায়
দূর বিমানে শূন্য কোলায়
কে রাখে ভাসিয়ে তারে
ভাবো না সামান্য ॥

সমতল আর পর্বতমালা
এই কোলাহল ওই নিরালা
কার মহিমা জড়িয়ে রাখে
গহন অরণ্য ॥

স্রোতের ধারায় রুপালি ঢেউ
ভাঙছে হীরক দেখেছো কেউ
কার সে ছবি বলছে কথা
আঁকছে সে কার চিহ্ন।

বৃষ্টি নামে ঝর ঝর
লতায় পাতায় থর থর
কী যে মধুর বাতাস এসে
ভরে অপরাহ্ন ॥

ঘাসের ডগায় শিশির কণা
মুক্ত আঁকা ওই আল্পনা
কার সুষমা ধারণ করে
হয়েছে গো ধন্য ॥

[Similar]

Leave a Comment