দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য
Singer | প্রতীতি |
Tune | মতিউর রহমান মল্লিক |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য
দেখবে স্রষ্টার শ্রেষ্ঠ প্রকাশ কত না অনন্য ॥
বিহঙ্গ তার পক্ষ দোলায়
দূর বিমানে শূন্য কোলায়
কে রাখে ভাসিয়ে তারে
ভাবো না সামান্য ॥
সমতল আর পর্বতমালা
এই কোলাহল ওই নিরালা
কার মহিমা জড়িয়ে রাখে
গহন অরণ্য ॥
স্রোতের ধারায় রুপালি ঢেউ
ভাঙছে হীরক দেখেছো কেউ
কার সে ছবি বলছে কথা
আঁকছে সে কার চিহ্ন।
বৃষ্টি নামে ঝর ঝর
লতায় পাতায় থর থর
কী যে মধুর বাতাস এসে
ভরে অপরাহ্ন ॥
ঘাসের ডগায় শিশির কণা
মুক্ত আঁকা ওই আল্পনা
কার সুষমা ধারণ করে
হয়েছে গো ধন্য ॥
[Similar]