দুয়ারে আইসাছে পালকি লিরিক্স – Duare aishache palki Lyric

 

দুয়ারে আইসাছে পালকি

দুয়ারে আইসাছে পালকি

Singer

Tune

Lyric

আব্দুল আলীম (কভার : আবু ওবায়দা)

অজ্ঞাত

অজ্ঞাত

দুয়ারে আইসাছে পালকি
নাইওরি গাও তোলো
রে তোলো মুখে
আল্লাহ রসুল সবে বলো
ও মুখে আল্লাহ রসুল সবে বলো।

দুই কান্ধে ছিল যে তোমার দুইজনা পাহারা
তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা।
তোমার আট কুঠুরী নয় দরজা
বন্ধ যে ঐ হলোরে হলো
মুখে আল্লাহ রসুল সবে বলো।।

দুয়ারে আইসাছে পালকি
নাইওরি গাও তোলো রে তোলো মুখে
আল্লাহ রসুল সবে বলো।

দিবানিশি যে ছয়জনা দিত কুমন্ত্রনা
আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা।

ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে
দ্বীন কি তোমার মাবুদ কেবা তখন কী বলিবে?
ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে
ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে
জবানে তাই তোলো রে
তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো।।

দুয়ারে আইসাছে-পালকি
নাইওরি গাও তোলো রে তোলো মুখে
আল্লাহ রসুল সবে বলো

Leave a Comment