দুয়ারে আইসাছে পালকি
Singer | রোকনুজ্জামান খান |
Tune | ওয়াদুদ শরীফ আরিফ |
Song Writer | ওয়াদুদ শরীফ আরিফ |
দুয়ারে আইসাছে পালকি
দে সাজাইয়া দে আমায়
বরই পাতার গরম পানির
গোসল সাইরা দে ॥
আতর গোলাপ সুরমা মাখাও
শেষ বারের মতন
আমার লাগি কি-না আনো
ওই সাদা কাফন
কী আর হইবো দেরি কইরা
বিদায় কইরা দে ॥
সাড়ে তিন হাত মাটির ঘরে
রাইখা আসো ভাই
এই ঘর ছাড়া অন্য কোথাও
যাবার উপায় নাই
বাঁশের ছাউনি বিছাইয়া
দাফন সাইরা দে ॥
[Similar]