দাও ফিরিয়ে দাও হে-খোদা লিরিক্স । Dao Firiye Dao He Khoda Lyrics

দাও ফিরিয়ে দাও হে-খোদা

Singer ইমাম জাফর নোমানী
Tune আবু জাফর
Song Writer আবু জাফর

দাও ফিরিয়ে দাও হে খোদা
সেই হারানো সালতানাত
অন্ধ চোখের ঘুম ভাঙিয়ে
বক্ষে আবার জাগিয়ে দাও
বদর ওহুদ সেই তাবুকের
সেই কারওযাঁর সে হিম্মত ॥

তাওহিদেরই ঝান্ডা হাতে
দ্বীনের নকীব আত্মভোলা
দাও, বন্যা বেগে ছুটে চলার
সেই মুজাহিদ সেই কাফেলা
দাও, একটি উমার ফারুক না হয়
একটি খালিদ একটি সাদ ॥

দাও, জিন্দা দিলের মর্দে মুমেন
সেই বেলালের সেই আজান
দাও, খোলাফায়ে সেই রাশেদা
সেই ইমামাত সেই ওয়াতান
দাও, আল কুরআনের আলোয় আবার
দিন-বদলের আবেহায়াত ॥

Visit

Leave a Comment