দাও ফিরিয়ে দাও হে-খোদা
Singer | ইমাম জাফর নোমানী |
Tune | আবু জাফর |
Song Writer | আবু জাফর |
দাও ফিরিয়ে দাও হে খোদা
সেই হারানো সালতানাত
অন্ধ চোখের ঘুম ভাঙিয়ে
বক্ষে আবার জাগিয়ে দাও
বদর ওহুদ সেই তাবুকের
সেই কারওযাঁর সে হিম্মত ॥
তাওহিদেরই ঝান্ডা হাতে
দ্বীনের নকীব আত্মভোলা
দাও, বন্যা বেগে ছুটে চলার
সেই মুজাহিদ সেই কাফেলা
দাও, একটি উমার ফারুক না হয়
একটি খালিদ একটি সাদ ॥
দাও, জিন্দা দিলের মর্দে মুমেন
সেই বেলালের সেই আজান
দাও, খোলাফায়ে সেই রাশেদা
সেই ইমামাত সেই ওয়াতান
দাও, আল কুরআনের আলোয় আবার
দিন-বদলের আবেহায়াত ॥