তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর লিরিক্স । Tomar Sristi Jodi Hoy Eto Sundor Lyrics

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর

Singer মতিউর রহমান মল্লিক
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর
সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন
ভরে যায় তৃষিত এ অন্তর ॥

যে পাখি পালিয়ে গেল সুদূরে
যে নদী হারিয়ে গেল তেপান্তরে
সেই পাখি সেই নদী যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর ॥

যে তারা ছড়ায় হাসি আকাশে
যে ফুল সুরভি ঢালে বাতাসে
সেই তারা সেই ফুল যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর ॥

যে মানুষ মানুষের বেদনায়
কেঁদেছিল আজীবন মদিনায়
সেই মানুষ সে মানুষ যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর ॥

যে সবুজ সবুজের অসীমায়
হৃদয়ের গান হয়ে মিশে যায়
সে সবুজ যদি এত মনোহর
না জানি তাহলে তুমি কত সুন্দর ॥

[Similar]

Leave a Comment