তোমার সুনীল আকাশ থেকে
Singer | শাহাবুদ্দীন |
Tune | মশিউর রহমান |
Song Writer | খাদিজা আক্তার রেজায়ী |
তোমার সুনীল আকাশ থেকে
একটু আলো দাও
আমি অন্ধকারে আলোর পরশ পাই
তোমার ফুলের বাগান থেকে
একটু হাসি দাও
আমি দুঃখ ব্যথা ভুলে যেতে চাই ॥
আমার ঘরে একটুও নেই আলো
এই আঁধারে প্রদীপ তুমি জ¦ালো
ব্যর্থ তবু হইনি হতাশ, তোমার দয়া চাই
যেন অন্ধকারে আলোর ছোঁয়া পাই ॥
স্বপ্ন সাধ আর সকল আরাধনা
ধূলির সাথে মিলিয়ে গেছে আমার সাধনা।
এই হৃদয়ে কতোই ছিল আশা
ছিল অঢেল স্নেহ-ভালোবাসা
নেই কো যাদের ঈমান,
তাদের যেন ভুলে যাই
আমি তাদের স্মৃতি ভুলে যেতে চাই ॥