তোমার সুনীল আকাশ থেকে লিরিক্স । Tomar Sunil Akash Theke Lyrics

তোমার সুনীল আকাশ থেকে

তোমার সুনীল আকাশ থেকে

Singer শাহাবুদ্দীন
Tune মশিউর রহমান
Song Writer খাদিজা আক্তার রেজায়ী

তোমার সুনীল আকাশ থেকে
একটু আলো দাও
আমি অন্ধকারে আলোর পরশ পাই
তোমার ফুলের বাগান থেকে
একটু হাসি দাও
আমি দুঃখ ব্যথা ভুলে যেতে চাই ॥

আমার ঘরে একটুও নেই আলো
এই আঁধারে প্রদীপ তুমি জ¦ালো
ব্যর্থ তবু হইনি হতাশ, তোমার দয়া চাই
যেন অন্ধকারে আলোর ছোঁয়া পাই ॥

স্বপ্ন সাধ আর সকল আরাধনা
ধূলির সাথে মিলিয়ে গেছে আমার সাধনা।

এই হৃদয়ে কতোই ছিল আশা
ছিল অঢেল স্নেহ-ভালোবাসা
নেই কো যাদের ঈমান,
তাদের যেন ভুলে যাই
আমি তাদের স্মৃতি ভুলে যেতে চাই ॥

Visit

Leave a Comment